প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই প্রবল অস্বস্তি বেড়েই চলেছে দক্ষিণবঙ্গে। যত বেলা বাড়ছে, ততই পাল্লা দিয়ে বেড়েছে গরম। কিছুদিন আগে নিম্নচাপের (Weather Update) জন্য বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী। বৃষ্টিতে ভিজেছিল কলকাতা-সহ একাধিক জেলা। কিন্তু শনিবার থেকে ফের গরম বাড়তে শুরু করেছে। সকাল থেকে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ায় জেরবার সকলে।
এদিকে অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে। পাশাপাশি কর্ণাটক, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, কেরালা, মাহে, কোঙ্কন ও গোয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার দরুন সকলের মনে একটাই প্রশ্ন উঠছে যে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা। আর এবার সেই নিয়ে স্পষ্ট ধারণা দিল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
নির্ধারিত সময়ের আগে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করলেও, দক্ষিণবঙ্গে এখন বর্ষার কোনো সম্ভাবনাই নেই। হাওয়া অফিস জানিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহেও বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। আগামী তিন-চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থেকেই যাবে।
আরও পড়ুন: মাধ্যমিকে প্রথম, উচ্চমাধ্যমিকে ষষ্ঠ! এবার JEE-তে মেয়েদের মধ্যে ফার্স্ট কাটোয়ার দেবদত্তা মাঝি
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। এছাড়াও আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজধানী দিল্লি সহ সংলগ্ন চন্ডীগড় হরিয়ানাতে।