শ্বেতা মিত্র, কলকাতাঃ চোখের পলক ফেলতে না ফেলতে হু হু করে বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি, গরম এখন অতীত, হু হু করে নামতে শুরু করেছে পারদ। কলকাতা শহর সহ বাংলার বহু জেলার পারদ প্রতিদিনই কার্যত নিত্য নতুন রেকর্ড গড়ছে। কলকাতার পারদও ১৮ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। আজ মঙ্গলবার সকাল কিংবা বিকেলের পর আরও কমবে বলে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে আবার একটা বা দুটো জেলায় বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আপনিও কি জানতে ইচ্ছুক যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে কেমন থাকবে বাংলার আবহাওয়া? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। বর্তমানে এক কথায় জমজমাটি ঠান্ডা পড়ছে বাংলার জেলাগুলিতে। আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কার্যত এমনই থাকবে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও সপ্তাহান্তে কয়েকটি জেলা ভিজলেও ভিজতে পারে বলে খবর। বীরভূমের শ্রীনিকেতনে ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে পারদ। আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। জাঁকিয়ে ঠান্ডাও পড়বে। এদিকে আলিপুর যা জানাচ্ছে সেটা অনুসারে, শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। এছাড়া উত্তরের অন্য জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে।দাপট চলবে ঘন কুয়াশারও, হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহে ঠান্ডা থাকবে।
আগামীকালের আবহাওয়া
এবার চলুন এক নজরে দেখে নিন আগামীকাল অর্থাৎ বুধবার উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। জানা গিয়েছে, এদিন আবার ঠান্ডা ও কুয়াশার দাপট দেখা যাবে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই মেদিনীপুরে। এদিকে বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।