শীতের মধ্যেই তৈরি তিন তিনটি ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির আভাস! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Published on:

tomorrow's weather

প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে পৌষ মাস প্রায় শেষের পথে। কিন্তু এদিকে রাজ্যে শীতের আবহাওয়ার বেহাল দশা। কখনও তাপমাত্রা একধাক্কায় অনেকটা বাড়ছে তো আবার পশ্চিমী ঝঞ্ঝার জেরে একধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে। যার ফলে ঘরে ঘরে সর্দি কাশি যেন লেগেই রয়েছে। তবে এবার পৌষের শেষে রাজ্যের আবহাওয়ায় এক নতুন পরিবর্তন দেখা দিতে চলেছে। তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে। জানা গিয়েছে আগামী ২ দিন রাজ্যে এমনই আবহাওয়া থাকবে। তাপমাত্রা নামতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই হু হু করে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। সঙ্গে বৃষ্টির ভেজা ভেজা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিক। এদিকে আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। প্রতিবার এই মকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা থাকে। তবে এবার সেই শীতটা একদমই নেই। আর তাতেই প্রশ্ন জাগছে মকরের শেষ দিনেও কি জাঁকিয়ে শীত পড়বে না! আর এই আবহে ফের ঘূর্ণাবর্তের আবির্ভাব হয়েছে রাজ্যে। তাও আবার একটা নয় একেবারে তিন তিনটে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। জানা গিয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব অসমের উপরে। দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরের উপরে। এবং অপরটি আছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকার উপরে। যার ফলে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এই তিন ঘূর্ণাবর্তের জেরে আগামী শনি এবং রবিবার তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। তবে রবিবার দিন শুধুমাত্র কেরল এবং মাহেতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে স্বস্তির বিষয় হল পশ্চিমবঙ্গে এই তিন ঘূর্ণাবর্তের কোনও প্রভাব পড়বে না। বরং উল্টে আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী হতে চলেছে। অর্থাৎ আশা করা যাচ্ছে মকর সংক্রান্তির আগে পারদ নামবে অনেকটাই। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে আগামীকালের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। কনকনে শীতের আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যদিও কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি হয়নি।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীতল আমেজ বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও কোনও বৃষ্টি হবে না। জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। তবে মেঘলা আকাশ মাঝে মধ্যে দেখা যাবে। পাশপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এখানেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group