প্রীতি পোদ্দার, কলকাতা: বহু প্রতীক্ষিত শীতের আমেজ অবশেষে টের পাওয়া গেল নভেম্বরের শেষ লগ্নে। সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের জেলায় জেলায় উত্তুরে হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট দেখা যায়। গত ১৫ নভেম্বর থেকে উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছিল। আজও ভোরে ঠান্ডার শিরশিরানি ভাব রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এরকমই থাকবে তাপমাত্রা। ভোরের দিকে কোনও কোনও জেলায় কুয়াশা থাকতে পারে।
তবে আগামী পাঁচ দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর। বঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা এবং পুরুলিয়াও। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ পরিবর্তিত হবে। সঙ্গে থাকবে উত্তুরে হাওয়া এবং কুয়াশার দাপট। সব মিলিয়ে একেবারে মনোরম আবহাওয়া বিরাজ করবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের মনোরম আবহাওয়া বিরাজ করবে পাহাড়ি এলাকাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা জানায়নি হাওয়া অফিস। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা কমবে। এবং ঘন কুয়াশার দাপট পরিলক্ষিত হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |