প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি শীতের মরশুমে একেবারেই আশাহত হয়ে পড়েছে শীত প্রেমীরা। এদিকে জানুয়ারি মাস প্রায় শেষের পথে। কিন্তু একদমই শীতের দেখা নেই। যদিও এইমুহুর্তে দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে হালকা শীতের খেলা। সেদিক থেকে দেখতে হলে ফের কবে ফিরবে শীত সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।
তার উপর একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত জেরে উত্তুরে বায়ু ঢোকার পথে বন্ধ হয়ে গিয়েছে। যার দরুন পূবালী হওয়ায় বঙ্গে হুড়মুড়িয়ে ঢুকছে জলীয় বাষ্প। যার জেরে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে। তবে এরই মধ্যে ফের ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আগামীকাল শুষ্ক আবহাওয়া বিরাজ কমবে। পারদ খুব একটা নামবে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
পাশাপাশি আজকের মত আগামীকালও দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে জেলাতেও কুয়াশার দাপট থাকবে সকাল থেকেই। হলুদ সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে। দৃশ্যমানতা অনেকটাই কমবে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী রবিবার পর্যন্ত। তবে সোমবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকাল অর্থাৎ শুক্রবার, আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে , উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা কার্যত ঘন কুয়াশায় ঢেকে যাবে।