প্রীতি পোদ্দার, কলকাতা: ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলেই দেখা যাবে আর মাত্র কয়েকটা দিন পরেই অগ্রহায়ণ মাস শুরু হতে চলেছে। তাই দেখতে দেখতে দোরগোড়ায় এসে পৌঁছেছে শীত। রাজ্যজুড়ে আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। বিশেষ করে সকাল ও সন্ধ্যের দিকে ঠান্ডার অনুভূতি মিলছে জেলায়-জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীত একেবারে দুয়ারে এসে পড়েছে। আর দিন কয়েকের মধ্যেই রাজ্যে দাপট দেখাতে শুরু করবে উত্তুরে হাওয়া।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর পশ্চিম ভারতে বড়সড় হাওয়া বদল হতে চলেছে। তবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত রয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমেই পশ্চিমমুখী অগ্রসর হবে। যার ফলে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়। তবে দক্ষিণবঙ্গে নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী দিন কয়েকের মধ্যেই রাজ্যজুড়ে তাপমাত্রার পতন অনুভূত হবে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া
পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই পারদ পতন শুরু হয়ে গিয়েছে। শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ। আগামী দু-তিন দিনে আরো কিছুটা তাপমাত্রা কমবে বলে আশা করা যাচ্ছে। কলকাতায় রবিবার বা সোমবার ১৯ এর ঘরে নামতে পারে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৫ শতাংশ। যার ফলে সকালে এবং সন্ধ্যার দিকে কুয়াশার সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া
অন্যদিকে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় আজ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।