প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা যেন ক্রমেই একটু একটু করে বাড়ছে। ধীরে ধীরে নামছে পারদের তেজ। আর ভোর হতে না হতেই হালকা শিরশিরানি শীতল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনের। ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহেই উইকএন্ডে শীতের আমেজ পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সঙ্গে আবহাওয়ার পরিবর্তনেরও ইঙ্গিত রয়েছে। এদিকে আবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমেই পশ্চিমমুখী অগ্রসর হচ্ছে। যার প্রভাবে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে বৃষ্টির ব্যাপক প্রভাব পড়তে চলেছে।
ব্যাপক বৃষ্টির সতর্কতা
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরালা, মাহে, অন্ধ্র উপকূল, ইয়ানাম এবং দক্ষিণ কর্ণাটকে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারীবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত এই অঞ্চলগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে। পাশাপাশি কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং রায়লসীমাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। অন্যদিকে আবহাওয়ার সম্পূর্ণ বিপরীত মেজাজ থাকবে পশ্চিমবঙ্গে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকেই পারদ পতন ঘটতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে দক্ষিণের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পারদ পতনের পরিস্থিতি অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। তাই সব মিলিয়ে বলা যায় উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিরাজ করবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল অর্থাৎ শুক্রবারও দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভাবনা।বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। সকালের দিকে মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।