সাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্ত, এবার শীতে কাঁপবে দক্ষিণবঙ্গ, সুখবর শোনাল আলিপুর

Published on:

south bengal winter

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই শীতল বাতাসের মাঝেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায়। দেখতে দেখতে নভেম্বরের মাঝামাঝি সময় এসে গিয়েছে। তাইতো শীতের অনুভূতিটা যেন খানিক পরখ করতে পারছে বঙ্গবাসী। তবে শীত নিয়ে এবার বড় পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তার আগে নিম্নচাপের ভ্রুকুটির সংবাদ দিল হাওয়া অফিস।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত!

আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে জানা গিয়েছে, এইমুহুর্তে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। এবং আগামী ২৪ ঘণ্টায় এটি ধীর গতিতে এগিয়ে যাবে পশ্চিম দিকে অর্থাৎ শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের অভিমুখে। আগেই এই দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে, এই দুর্যোগের কানাকড়িও ভোগাবে না বাংলাকে। আর দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আসলে আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে একটি অক্ষরেখা দক্ষিণ বঙ্গোপসাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলা ও ওড়িশায়।

দক্ষিণবঙ্গে পারদ কবে কমবে? | South Bengal Winter Update |

আর এই বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও আর বৃষ্টির তেমন কোনো রকম সম্ভাবনা নেই। কিন্তু সেক্ষেত্রে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার কোনরকম হেরফের হবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে চিন্তা নেই। আর কিছুদিন পরেই রাতের পারদে পতন অনেকটাই কমতে চলেছে। তাপমাত্রা কমতে পারে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সেটি হবে ১৫ নভেম্বরের পরে।

এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং এর কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। কিন্তু বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে শীতের আমেজ দেখা দিতে পারে। সেক্ষেত্রে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥