প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর ২৫ ডিসেম্বর ছিল ১০ বছরের সবচেয়ে উষ্ণতম বড়দিন। শীতের শুরুতেই এবার অনেকেই আশা করেছিল যে এবার জাঁকিয়ে শীত পড়বে। কিন্তু উত্তুরে হাওয়ার পথে একের পর এক বাধা এসে দাঁড়িয়েছে। তবে অবশেষে শীতের দেখা মিলল কিঞ্চিৎ। আজ সকাল থেকে বেশ হিমেল পরশ। তাপমাত্রা অনেকটাই কমেছে বঙ্গে। এবং বর্ষশেষে অবশেষে উত্তুরে হাওয়া ঢুকে রাজ্যের জেলায় জেলায় পারা পতনের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
জানা গিয়েছে, বর্ষশেষ ও বর্ষবরণে হিমেল হাওয়ার পরশ বজায় থাকবে রাজ্য জুড়ে। তবে জাঁকিয়ে বা কনকনে ঠান্ডার সম্ভাবনা এ বছর আর নেই। অর্থাৎ ২০২৫ এর শুরুতেই মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীত পড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এক ধাক্কায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বলে জানা গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। আজকের প্রতিবেদনের মাধ্যমে চলুন একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে বছরের শেষ রবিবারের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
আজ সকাল থেকে কুয়াশার পাতলা আবরণ কাটার পর পরেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। তবে আজ সামান্য বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কিন্তু বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী ২ দিন তাপমাত্রা খানিক বাড়তে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রিতে পোঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে উত্তরের সব জেলায়। কিন্তু আজ ঘন কুয়াশার কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে বর্ষশেষে পর্যটকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আজ দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।