প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক দিন ধরে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির (Weather Update) আবহ তৈরি হয়েছে। অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে রাজ্যের তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে এই স্বস্তি বেশিদিনের নয়। কারণ ফের গরমের দাপট বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। পুরোনো ফর্মে ফিরতে চলেছে বৈশাখ। আগামী কয়েকদিনে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃহস্পতি থেকে আমূল পরিবর্তন হবে আবহাওয়ার।
হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে এইমুহুর্তে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এই সক্রিয় ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত। অন্যদিকে এই অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে বিস্তৃত। যার ফলে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবারের পর ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা দাপট অনেকটাই কমবে আর তেমনভাবে সক্রিয় হবে না বৃষ্টি দুর্যোগ। ফলে বৃস্পতিবার থেকে কমবে বৃষ্টির প্রবণতা। শুক্রবার থেকে বৃদ্ধি পাবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে প্রতি ঘণ্টা ৪০-৫০ কিলোমিটার বেগে। বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া বইবে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে।
জানা গিয়েছে আগামী ৮ মে থেকে ব্যাপক হারে বাড়বে রাজ্যের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে আগামী রবিবার থেকে তাপমাত্রার সঙ্গে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ঘর্মাক্ত অস্বস্তি। দক্ষিণের একাধিক জেলাতেও ঠিক এমন পরিস্থিতি তৈরি হবে। তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে এইমুহূর্তে সেখানে ঝড়ের গতিবেগ অনেকটা কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় বইবে ঝোড়ো হাওয়া। তবে আগামীকালের পর থেকে সেখানে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |