প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহে গোটা রাজ্যে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে জাঁকিয়ে শীত পড়েছিল। কিন্তু পৌষ পড়তেই সেই কনকনে শীত কোথায় যেন উবে গেল। সোজা কথায় বড়সড় ব্রেক কষেছে শীত। আর পিঠে বন্ধ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ যার জেরে এবার রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে জানা গিয়েছে একটি নিম্নচাপ অবস্থান করছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায়। আর সেই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি আরো শক্তিশালী হতে চলেছে। যদিও এই নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। তুষারপাত হতে পারে দেশের উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। পাশপাশি আজ, বুধবার, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এবং ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। ফলস্বরূপ রাজ্যের আবহাওয়া ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে শুক্র এবং শনিবার পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব মিলিয়ে চলতি সপ্তাহে নতুন করে জাঁকিয়ে ঠান্ডা ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামী শুক্র এবং শনিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। তবে আগামীকাল শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।