দোলের দিন থেকেই দক্ষিণবঙ্গে হিটওয়েভ, ৪ জেলায় চরম সতর্কবার্তা! আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: এই বছর মার্চ মাস পড়তে না পড়তেই গরমে রীতিমত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। সকাল থেকেই বাড়তে থাকছে গরম, দুপুরে মাথা ফাঁটা গরম আবার সন্ধ্যে হলেই ধীরে ধীরে নামছে তাপমাত্রা। ভোরের দিকে একটু মনোরম হাওয়া বইলেও পরের দিন আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বেশ টের পাওয়া যাচ্ছে। এদিকে এখনও চৈত্র মাস পড়েনি। আর তাতেই এই হল। তাই রাজ্যবাসীর মনে আশঙ্কা বাড়ছে গরমের ভয়ংকর (Weather Update) পরিস্থিতি নিয়ে।

মৌসম ভবন জানিয়েছে, আগামী কিছুদিন আবহাওয়া অত্যন্ত অস্থির থাকবে। কলকাতার পাশাপাশি অন্য অনেক জায়গাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এই জেলাগুলির তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে উত্তরবঙ্গে থাকবে অন্য আবহাওয়া। বজ্র বিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হয়েছে সেখানে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

দোলের দিন ব্যাপক গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে এইমুহুর্তে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই জানা গিয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ৮ কোটি ৭৫ লক্ষ মানুষ নিচ্ছে সুবিধা, স্বাস্থ্যসাথীতে কত খরচ? হিসেব দিল রাজ্য সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল উত্তরবঙ্গের ছ’টি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায়। তাই ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই আবহাওয়া আগামী রবিবার পর্যন্ত চলবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥