শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলেন সমগ্র বাংলার মানুষ। ফের একবার বাংলা জুড়ে তাপমাত্রা পতনের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার সকাল থেকেই এমনিতেই বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে সর্বত্র। সকলের গায়েই শীতবস্ত্র দেখতে পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, আগামী কয়েক ঘণ্টায় এই ঠান্ডার মাত্রা আরো বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আজ থেকে কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক তাপমাত্রা পতন হবে। ফলে আপনিও যদি গরম পড়ছে বলে শীত বস্ত্র আলমারিতে তুলে দিয়ে থাকেন তাহলে সেটা নতুন করে বের করার সময় এসে গেছে যাই হোক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ সকাল থেকে এই কলকাতা শহর এবং বাংলার বেশ কিছু জেলার তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। সেই সঙ্গে কুয়াশার দাপটও দেখা দিয়েছে। এদিন বিশেষ ঠান্ডা ও কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায়।
শুধু তাই নয় আগামী ২৪ ঘণ্টা থেকে শুরু করে টানা তিন দিন বাংলার জেলাগুলির তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি অবধি কমতে পারে। দাপট চলবে কুয়াশারও।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে আজ বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। সেই সঙ্গে সকাল থেকে জেলাগুলিতে কুয়াশার দাপটেও দেখা গিয়েছে। আজ আপাতত মেঘমুক্ত আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির। তবে আগামী কয়েকদিনের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায় বলে খবর।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার মূলত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা বাংলাতেই। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।