শীতে ব্রেক লাগাবে সাগরে তৈরি নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফের চড়বে পারদ! আজকের আবহাওয়া

Published on:

south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ কনকনে ঠান্ডায় কাবু বাংলা। অন্যদিকে নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরী হয়েছে। যে কারণে সকলের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সাগরে তৈরী হওয়া নিম্নচাপের কারণে ফের একবার শীতে ব্রেক লাগতে চলেছে বাংলায়। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আগামী ২৪-৪৮ ঘণ্টায় শীতের আমেজ বেশ খানিকটা কম থাকবে। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জাঁকিয়ে শীত নভেম্বরের শেষ পর্যন্ত অনুভূত হবে না। বিশেষ করে যখন দক্ষিণবঙ্গের জেলা বেশ কিছু জেলার আবহাওয়া ১৪-১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছিল সেগুলো এখন ১৭ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি ঘরে উঠে আসবে বলে জানা গিয়েছে। আজ শুক্রবার থেকেই বদলাতে শুরু করবে বাংলার আবহাওয়া বলে খবর। আপনি যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন যে আজকের আবহাওয়া কেমন থাকবে তাহলে চোখ রাখুন লেখাটির উপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

এমনিতেই বিগত দুই থেকে তিনদিন ধরে বাংলার আবহাওয়া মেঘলা হয়ে রয়েছে। সেই সঙ্গে হু হু করে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে এই স্বস্তি বেশিদিন থাকবে না। আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ১৭ থেকে ২১°সে এর আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতাতে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার চলুন জেনে নেওয়া যাক আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ দার্জিলিং ও কালিম্পং জেলায় ঠান্ডা তো থাকবেই এর পাশাপাশি এই দুই জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাকি জেলা যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার মালদা ও দুই দিনাজপুরে ঠান্ডার দাপট বজায় থাকবে।

আগামীকালের আবহাওয়া

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ফেনজল’ তৈরি হলেও সেটার প্রভাব বাংলার ওপর প্রভাব ফেলবে না বলে জানানো হয়েছে। যদিও কিছুটা হলেও বাংলা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে খবর  আপাতত টানা উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠাণ্ডার দাপট বজায় থাকবে। শনিবার কিছু জেলায় পারদ বাড়তে পারে তো আবার কিছু জায়গায় কমতে পারে।

তৈরী হচ্ছে ঘূর্ণাবর্ত

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শনিবারের মধ্যে ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। এছাড়া জানা যাচ্ছে শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। যদিও এর সরাসরি প্রভাব বাংলার ওপর পড়বে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

সঙ্গে থাকুন ➥
X