প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বর প্রায় শেষের পথে। শীতের আমেজে ভরপুর থাকে গোটা রাজ্য। সকালের দিকে থাকে হালকা থেকে মাঝারি কুয়াশা। দিনভর মূলত পরিষ্কার আকাশ থাকবে। রাজ্যজুড়ে এখন মনোরম আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড়ের হুংকার
এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তা ঘনীভূত হয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করা হয়। তবে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কোনো মন্তব্য করতে চাইছে না মৌসম ভবন। কিন্তু এসবের মধ্যে স্বস্তির বিষয় হল নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রতি মুহূর্তে সাগরের পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, সপ্তাহভর বাংলার তাপমাত্রার কোনও হেরফের হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি, স্বাভাবিকের থেকে সামান্য কম। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ১৯ ডিগ্রির আশেপাশে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কুয়াশার পূর্বাভাস রয়েছে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনাতেও সেই সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত একইভাবে বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরবঙ্গের সব জেলার অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারও উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ পুরোপুরি শুষ্ক থাকবে উত্তরবঙ্গ। সঙ্গে থাকবে কুয়াশার দাপট।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |