Indiahood-nabobarsho

কিছুক্ষণেই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কাল থেকেই পুড়বে দক্ষিণবঙ্গের এসব জেলা

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের পুরোনো ফর্মে ফিরতে চলেছে বৈশাখ। গরমের দাপট (Weather Update) ফের বাড়ল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা-সহ একাধিক জেলায় কয়েকদিন ধরে মেঘলা আকাশ থাকলেও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। ফলে চাপা গরম বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে চলতি সপ্তাহান্তেই ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। তবে এই অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সম্প্রতি মৌসম ভবনের তরফ থেকে বৃষ্টি নিয়ে আগাম বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামী ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। অর্থাৎ এবার আরও অনেকটা আগেই বর্ষা ঢুকে পড়বে ভারতের দ্বীপপুঞ্জে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে চলেছে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে পশ্চিমের চার থেকে ছয় জেলায় তাপপ্রবাহ চলবে। সেই সময় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক আজ বিকেলে কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। মাঝে মধ্যে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। হাওয়া অফিসের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে আজও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ ভিত্তিক সম্ভাবনা থাকবেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া ও মুর্শিদাবাদে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। তবে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে চলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। ধীরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুনঃ ‘তারিখ পে তারিখ’, ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলা! পরবর্তী শুনানি কবে?

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে আজ বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে মালদা প্রত্যেকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু ঝড় বৃষ্টি হবে যে তা নয়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ এর সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। তারপর থেকে সেখানকার তাপমাত্রা বৃদ্ধি পাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group