Indiahood-nabobarsho

৬০ কিমিতে ঝড়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Published on:

jhor bristi tomorrow's weather

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের বেলা যত বাড়ছে, ততই যেন সূর্যি মামার রূপ ভয়ংকর (Weather Update) হয়ে উঠেছে। তরতরিয়ে বেড়েই চলেছে গরম। তার উপর বাতাসে অত্যাধিক জলীয় বাষ্প থাকার দরুন কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র অস্বস্তিকর আবহাওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষ। আবহাওয়ার এই পরিণতি দেখে একটাই আবদার কবে আসবে বৃষ্টি। তবে এবার সেই নিয়ে বড় সুখবর দিল হাওয়া অফিস।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবহাওয়াবিদদের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে উত্তর বাংলাদেশ ও উত্তর-পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি নিমচাপ রেখা উত্তর বাংলাদেশ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করছে। ছত্তিশগড় থেকে গাল্ফ অফ মানার পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা বিদর্ভ, কর্ণাটক ও তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত। তবে এর ফলস্বরূপ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা বৃষ্টিতে মজবে বঙ্গবাসী।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া | South Bengal Tomorrow’s Weather |

আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে বেশ উষ্ণ এবং শুষ্ক পরিবেশ বজায় থাকবে। তবে স্বস্তির বিষয় হল আগামীকাল থেকে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে কয়েকটি জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানা গিয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় আগামীকাল রাতের দিকে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে তাপমাত্রা। বাকি জেলাগুলিতে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

আরও পড়ুনঃ ৬০ কিমিতে ঝড়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, আগামীকালের আবহাওয়ায়

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের গরমের রেশ এখনই অনুভূত হবে না উত্তরবঙ্গে। আপাতত সেখানে বৃষ্টি চলবে। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে মালদহে ঝড়বৃষ্টির সম্ভাবনা যেমন আছে, তেমন তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্যদিকে বৃষ্টির জেরে উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে। পর্যটকদের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group