Indiahood-nabobarsho

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস! আগামীকালের আবহাওয়া

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের দ্বিতীয় সপ্তাহ থেকেই গরমের প্রচণ্ড দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ (Weather Update)। দিনের পর দিন ভ্যাপসা গরমের জেরে অস্বস্তিকর আবহাওয়া বেড়েছে  জেলায়-জেলায়। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আর এই আবহে সকলের একটাই চাহিদা, আর তা হল বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি-সুখের সম্ভাবনা আপাতত যে নেই তা বেশ বোঝাই যাচ্ছে। কিন্তু সকলকে চমকে দিয়ে এবার বৃষ্টির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এই মুহুর্তে আসাম, তামিলনাডু এবং বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। তার উপর আবার আজ অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে উত্তর দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ কর্ণাটক, তামিলনাডু ও তেলেঙ্গানার উপর দিয়ে বিস্তৃত হবে বলে জানা গিয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জন্য দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। উল্টে তার পরিবর্তে আজ থেকে শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকালও কলকাতা সহ দক্ষিণবঙ্গে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যে। এদিকে জলীয় বাষ্প ক্রমাগত ঢুকলেও সেই জলীয় বাষ্প বৃষ্টি হওয়ার ক্ষেত্রে যথেষ্ট নয়। ফলে এই জলীয় বাষ্প আরও অস্বস্তি বাড়িয়ে তুলেছে রাজ্য জুড়ে। অন্যদিকে ছোটনাগপুর এলাকা থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ করছে পশ্চিমের জেলাগুলিতে ও রাঢ়বঙ্গে। যার দরুন সেখানেও তাপমাত্রা ব্যাপক হারে বেড়েই চলেছে। জানা গিয়েছে আরও ৪-৫ ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুধু তাই নয় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় এই তিন জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। অন্যদিকে তাপপ্রবাহ পরিস্থিতি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াবে তো বটেই। তবে স্বস্তির খবর, আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

আরও পড়ুনঃ দ্রুত গলছে মাউন্ট এভারেস্ট সহ একাধিক হিমবাহ! ভারতে ঘনিয়ে আসছে দুর্যোগ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গ যখন প্রচন্ড গরমে পুড়বে, তখন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ-সহ পাঁচটি জেলা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গের নীচের তিন জেলা অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি আরও বাড়বে। আরও মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group