ঠাকুর দেখতে বেরনোর আগে সাবধান, আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আবহাওয়ার খবর

Published on:

durga puja rain

শ্বেতা মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছেন। আসন্ন এই উৎসবকে কেন্দ্র করে সকলের উত্তেজনা তুঙ্গে রয়েছে। তবে পুজো আর দুর্যোগ যেন এবছর একে ওপরের পরিপূরক হয়ে উঠতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পুজোর মুখে নতুন করে দুর্ভোগ ঘনাচ্ছে সাগরে। উত্তর বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ। যে কারণে আজ বৃহস্পতিবার থেকে ফের একবার বদলে যেতে চলেছে আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগরে আসন্ন নিম্নচাপের দরুন আগামী কয়েক দিনে সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা এক ধাক্কায় বাড়তে চলেছে। হাওয়া অফিসের মতে, আজ থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে ও উপকূলের সুন্দরবন অঞ্চলে। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন আজকের আবহাওয়া সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

প্রথমে আলোচনা করা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ দার্জিলিং এবং কালিম্পং জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল শুক্রবার থেকে নতুন করে দুর্যোগের সাক্ষী থাকতে চলেছেন বাংলার সাধারণ মানুষ। আগামীকাল কলকাতা শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

আরও পড়ুনঃ পুজোর মধ্যেও বাংলায় দুর্যোগ, সাগরে সৃষ্টি নয়া ঘূর্ণাবর্তের! ভারী বৃষ্টির অ্যালার্ট আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গের কথা বললে, শুক্রবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

সঙ্গে থাকুন ➥
X