শ্বেতা মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বুধবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও মেঘের আড়ালে তা ঢাকা পড়ে যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহের বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। বুধবার থেকে তিন দিন শহরেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন যে এই অকাল বৃষ্টিপাতের পরে রাজ্য থেকে শীত পাকাপাকিভাবে চলে যাবে। তাহলে আর দেরি না করে জেনে নিন সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
মৌসম ভবন জানিয়েছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মূলত বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ এবং নিম্ন ট্রপোস্ফেরিক স্তরে শক্তিশালী আর্দ্রতার উপস্থিতির কারণে ১৯-২০ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতও হবে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া সে সম্পর্কে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, নদীয়া জেলায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেরও কিছু জেলায়।
উল্লেখ্য, গত শুক্রবার কলকাতায় হঠাৎ করে তাপমাত্রা কমে যায়, পারদ প্রায় ৫ ডিগ্রি নেমে যায়। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল যে ফেব্রুয়ারিতে শীতকাল চলে যাবে। রাতারাতি কলকাতার তাপমাত্রা ৫ ডিগ্রি কমে যাওয়ায় পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তবে এই শীত বেশিক্ষণ থাকবে না কারণ তাপমাত্রা আবারও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |