প্রীতি পোদ্দার, কলকাতা: মোটামুটি ভাবে প্রত্যেকটি রাজ্য থেকেই আপাতত বিদায় নিয়েছে বর্ষা (Weather Update)। ঝলমলে শুষ্ক এবং হালকা শীতল হাওয়ায় বারংবার আভাস মিলছে যে খুব শীঘ্রই আসতে চলেছে শীত। শুধু কি তাই, কালীপুজো ,দীপাবলি এবং ভাইফোঁটাতেও বেশ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু এক জায়গায়। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বর্ষা বিদায় নিলেও এখনো বাংলায় রয়েছে দুর্যোগ। অর্থাৎ ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী ২৫ অক্টোবর শনিবার উপকূলের জেলাতে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে শনিবার ও রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ হতে পারে অন্যান্য জেলাতেও। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগণায় আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা বৃষ্টিও, তাই এই ৪ জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে হালকা বৃষ্টি হলেও খুব একটা ব্যাঘাত ঘটবে না মা কালীর আরাধনায়। বৃহস্পতিবার অর্থাৎ ভাইফোঁটার দিনও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া বেশ ভালই থাকবে।
আরও পড়ুন: ‘স্মার্টফোন নেব না!’ সরকারের শর্ত দেখেই বেঁকে বসলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই আবহাওয়া বিরাজ করবে। জানা গিয়েছে উত্তরবঙ্গে আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে না। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ এখানেও কালীপুজো এবং ভাইফোঁটা বেশ ভালো ভাবেই মিটবে।