ভ্যাপসা গরম থেকে মুক্তি, আজ দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আবহাওয়ার খবর

Published on:

weather south bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। পুজো আসতে হয়তো আর সপ্তাহখানেকও বাকি নেই। কথায় কথায় রীতিমতো ডিগবাজি খাচ্ছে বাংলার আবহাওয়া। আর মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটল না। এদিন সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। তবে এই আকাশ দেখে ধন্ধে পড়বেন না, কারণ আর কিছুক্ষণের মধ্যেই নতুন করে বদলে যেতে চলেছে কলকাতা শহরসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আবহাওয়া। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে চলেছে বেশ কিছু জেলা। আপনারও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা রয়েছে? তাহলে জেনে রাখুন কেমন থাকবে বাংলার আবহাওয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ প্রথমেই আলোচনা করা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। সপ্তাহখানেক আগে অবধি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, এই জোড়া ঠেলায় বাংলার আবহাওয়ার রীতিমতো দফারফা অবস্থা হয়ে গিয়েছিল। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। এদিকে দুর্যোগ কাটলেও অস্বস্তিকর আবহাওয়া যেন নতুন করার গ্রাস করেছে বাংলাকে। আজ অর্থাৎ নতুন মাসের প্রথমদিন বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা। কলকাতার আবহাওয়া প্রসঙ্গে বললে, আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন পারদ ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

অন্যদিকে উত্তরবঙ্গে বর্তমান সময়ে দুর্যোগ চলছে। আজ উত্তরবঙ্গের মূলত দুই জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক আগামীকাল বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের কথা বললে এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। ফলে বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group