শ্বেতা মিত্রঃ সকাল সকাল মুখ ভার হয়ে রয়েছে আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাও কিনা বজ্রবিদ্যুৎ সহ। শুধু তাই নয় পূজোতেও যে বৃষ্টি হবে তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই বলে জানিয়েছে হাওয়া অফিসে বিজ্ঞানীরা। গুজরাট থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অবসান দিয়ে দেশে বর্ষা বিধায় তরজা শুরু হয়ে গিয়েছে গত ২৩ শে সেপ্টেম্বর থেকেই কিন্তু বাংলায় বৃষ্টি দাপট যেন কমতেই চাইছে না। আপাতত এই বৃষ্টির মাত্রা বাংলায় কম থাকলেও আগামী বুধবার অর্থাৎ নতুন মাসের শুরু থেকে ফের একবার ভারী বৃষ্টিতে কাহিল হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলি। তবে আজ রবিবার ছুটির দিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমে আলোচনা করা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, বাঁকুড়া ও কলকাতায়।
হাওয়া অফিসে বিজ্ঞানীরা জানিয়েছেন আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। যদিও আপাতত দু’দিন কলকাতা-সহ কয়েকটি জেলায় কখনও-সখনও দু’-এক পশলা বৃষ্টি হবে। এরপর বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সেইসঙ্গে ভারী বৃষ্টি না হলেও পুজোর সময়ে বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ বেধে কিছু জেলা। ষষ্ঠী থেকে দশমী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে বাঁকুড়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ জেলায়।