তাপপ্রবাহের সতর্কতা আজও! বিকেল হতেই ৮ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট

Published on:

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরমে (Weather Update) নাজেহাল অবস্থা সাধারণের। গত শুক্রবার থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল, সোমবার কলকাতা, দমদম, সল্টলেক-সহ একাধিক এলাকায় পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে গিয়েছে। তবে রাতের দিকে কিছু জায়গায় সামান্য বৃষ্টি নিয়ে এসেছিল ক্ষণিকের স্বস্তি।

দীর্ঘদিনের তীব্র গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। পারদ চড়ছে লাগাতার, রেহাই নেই আদ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকেও। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। পূর্বনির্ধারিত দিনের আগেই আজ বর্ষা প্রবেশের করতে চলেছে আন্দামানে। সাধারণত এই অঞ্চলে ২২ মে বর্ষা ঢোকে। আর তাতেই আশা করা যাচ্ছে বঙ্গেও চটজলদি ঢুকবে বর্ষা। যদিও কেরল এবং বাংলা নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। কিন্তু বিকেলের দিকে আজকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর আপডেট পাওয়া গিয়েছে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

সকাল থেকেই রোদের প্রকোপ দেখা গিয়েছে। তবে গতকালের তুলনায় রোদের তেজ অনেকটাই কম। কিন্তু আজ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আজ অর্থাৎ মঙ্গলবারও তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়ার একাংশে। চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা। তবে বিকেলের দিকে স্বস্তি নিয়ে আসবে বৃষ্টি। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ ফাটল ছিল রেল লাইনে, কৃষকের বুদ্ধিতে রক্ষা পেল দার্জিলিং মেল

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই সপ্তাহজুড়েই চলবে টানা বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। এছাড়াও দার্জিলিং ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে শুধু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয় সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তাই আবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে। কিন্তু আবহাওয়ার উল্টো চিত্র দেখা যাবে উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে। আজও মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥