বছরের শেষ দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস! সোমবার থেকেই হাওয়া বদল বাংলায়

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের একদম শেষ মুহূর্তে এসেও এখন হালকা শীতের পোশাক পরতে হচ্ছে রাজ্যবাসীকে। তার উপর কিছুদিন আগে যে বড়দিন গেল, সেই দিনও কনকনে শীতের বালাই নেই বরং হালকা বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। গত দশ বছরের রেকর্ড ভেঙেছে এদিন। উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার বছরের শেষ উইকেন্ডেও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তবে স্বস্তির বিষয় হল সোমবার থেকে আরও কিছুটা পারদ পতন হবে বাংলায়। অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

WhatsApp Community Join Now

বছরের শেষ উইকেন্ডেও যে বৃষ্টি হাটে হাড়ি ভাঙবে সেই নিয়ে অনেক আগেই আবহাওয়া দফতর বড় আপডেট জানিয়ে দিয়েছিল। আর তাই সেই অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছে বিশেষ কয়েকটি জেলায়। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকালও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে শনি এবং রবি এই দুই দিনেই রাতের তাপমাত্রা বাড়বে। কিন্তু আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী সোমবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে নামবে। অর্থাৎ বছরের শুরুতেই দু-তিন দিনের মধ্যে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে বলে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

বৃষ্টির দুর্যোগ থাকবে উত্তরের জেলাগুলিতেও। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং জেলাতে। তবে রাতের দিকে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। কোল্ড-ডে পরিস্থিতি তৈরি হতে পারে দু-এক জেলায়। আগামী সোমবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X