গভীর নিম্নচাপের জের, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি উত্তর, দক্ষিণবঙ্গের ১০ জেলায়! আজকের আবহাওয়া

Published on:

weather today rain thunderstorm nimnochap

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় করছে ততই যেন ঘন ঘন বাংলার আবহাওয়ার পরিবর্তন ঘটছে। বাংলা থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিলেও যেন বৃষ্টির তাণ্ডবলীলা শেষ হতেই চাইছে না। সেই সঙ্গে রয়েছে বাজ এবং ঝোড়ো হাওয়া। যেমন বুধবার সন্ধ্যের আগেই বর্ষাকালের মতো যেন বৃষ্টি নামে বাংলায়। অবশ্যই এ নেপথে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত এই নিম্নচাপে প্রভাবে আগামী কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। আজ শুক্রবারও তার ব্যতিক্রম ঘটবে না। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে রাখুন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপ সময় সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শক্তি বাড়ানোর পাশাপাশি ইতিমধ্যে এই জায়গা পরিবর্তন করে সে আরো কিছুটা উত্তর-পশ্চিমে সরে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরেই নিম্নচাপটি দেশের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে। শক্তি বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে তামিলনাড়ু প্রদেশেরই অন্ধ্রপ্রদেশে দক্ষিণভাগ এবং কর্নাটকের বেশ কিছু জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে।

বুধবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টি না হলেও শনিবার ১৯ অক্টোবরে আগে দক্ষিণবঙ্গের ১৫টি জেলার বাসিন্দাদের দীর্ঘ সময়ের জন্য মেঘমুক্ত নীল আকাশ দেখতে পাবার সম্ভাবনা কম। যদিও রবিবার থেকে পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। সরে গেলেই বাংলার শীত পড়া তোড়জোড় শুরু হয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে জেনে নেওয়া যাক আজ শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা ও বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥