প্রীতি পোদ্দার, কলকাতা: ফের নিম্নচাপের শঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যা আগামী কয়েকদিনে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। অন্যদিকে আবার উত্তর ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে অসমে।
তাই নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ থেকেই রাজ্যের আবহাওয়ার ব্যাপক বদল ঘটবে। হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। তবে ঘন কুয়াশার জন্য আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি।
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি। তবে আগামী তিনদিনে উত্তরবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এর উঁচু এলাকায়। পরবর্তীতে তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।