নিম্নচাপের শক্তি কমলেও নাছোড়বান্দা পশ্চিমী ঝঞ্ঝা! দক্ষিণবঙ্গে বৃষ্টি না শীত, আগামীকালের আবহাওয়া

Published on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল দুপুর থেকেই গভীর নিম্নচাপের প্রভাবে দিনভর লাগাতার বৃষ্টি চলছে জেলায় জেলায়। তার রেশ আজও দেখা দিচ্ছে। ভোর রাত থেকেই শুরু হচ্ছে বৃষ্টিপাত। যার ফলে শীতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি। বাতাসে অত্যাধিক জলীয় বাষ্প প্রবেশ করায় সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থার বদল দেখা যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

WhatsApp Community Join Now

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা। যদিও জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনের শীতের আমেজে যে ভাটা পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ নিম্নচাপের সঙ্গে জোট বেঁধেছে পশ্চিমী ঝঞ্ঝা। আজকের প্রতিবেদনের মধ্যে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। স্বভাবতই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ছুটির দিনে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির একদমই কোনো সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সাত জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়বে। তারজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বেলা বাড়তেই কাটবে কুয়াশা। তাই পাহাড়ে যাওয়ার পরিকল্পনা যাঁদের আছে, তাঁরা নির্দ্বিধায় উপভোগ করে আসুন পাহাড়ি এলাকায় মনোরম পরিবেশ।

সঙ্গে থাকুন ➥
X