খেল দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা, আরও পিছবে শীত! বড়দিনে বৃষ্টির আশঙ্কা, আগামীকালের আবহাওয়া

Updated on:

weather

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বরের শুরুতেই একে একে পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ যেন লেগেই রয়েছে । আর যার ফলে আটকে রয়েছে উত্তুরে হাওয়া। এমনকি শেষ মুহূর্তে এসেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন গোটা রাজ্যে রাতের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ ২০২৫ এর শুরুর আগে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

WhatsApp Community Join Now

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। আবার আগামী শুক্রবার, উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে চলেছে আরও একটি ঝঞ্ঝা। আর এই জোড়া ফলাতেই এবার শীত ক্রমশ পিছু হটছে। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা একটু বেড়েছে। সকালে হালকা কুয়াশা থাকার পাশাপাশি দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে। আগামী চারদিন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হবে না। অর্থাৎ বড়দিনে‌ জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। তাই ক্রিসমাস ইভ ও বড়দিনের সকাল বন্ধুবান্ধব এবং পরিবারের উষ্ণতার সঙ্গে কাটবে।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং ছাড়া কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তরের বিভিন্ন জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে ব্যাপক। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুয়াশার দাপট এতটাই বেশি থাকবে যে দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় ২০০ মিটারের নিচে নামবে। কোথাও কোথাও ৫০ মিটারেও নেমে আসতে পারে।

সঙ্গে থাকুন ➥
X