শ্বেতা মিত্র, কলকাতাঃ সবই ঠিক চলছিল, ফের একবার বাংলায় শীতের পথে বাধা চলে এলে। নতুন করে দোসর হল বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যা ইতিমধ্যেই শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ২৪-৪৮ ঘন্টার পর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে একটাই বাঁচোয়া, এই নিম্নচাপের প্রভাবে বাংলায় কোনও বৃষ্টি হবে না। এমনিতে গত দুই দিনে এক ধাক্কায় ৫ থেকে ৬ ডিগ্রি অবধি পারদ কমে গিয়েছিল। তবে নতুন করে সকলের গলার কাঁটা হয়ে দেখা দিল ঘূর্ণাবর্ত। যাইহোক আজ রবিবার অর্থাৎ ছুটির দিনে বাংলার বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমে আলোচনা করে নেওয়া যাক আর সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসে তরফে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গে তিন জেলায় তীব্র শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। আর এই তিন জেলা হলো বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও কুয়াশার তীব্র দাপট থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায়। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শীত ও কুয়াশার দাপট চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহের বিস্তীর্ণ অংশ কুয়াশাচ্ছন্ন থাকবে।
আগামীকালের আবহাওয়া
সপ্তাহের প্রথম দিনই অর্থাৎ সোমবার থেকে নতুন করে বদলে যাবে বাংলার আবহাওয়া। রাজ্যের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বদলে যাবে উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের আবহাওয়া। এদিকে আগামী ২-৩ দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের মাঝে বুধ ও বৃহস্পতিবার তামিলনাডু পণ্ডিচেরীতে প্রবল বৃষ্টির আশঙ্কা।