ভারী বর্ষণে জলমগ্ন শহর! বুধেও দুর্যোগের সতর্কতা ৬ জেলায়, আগামীকালের আবহাওয়া

Published on:

weather tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই চারিদিক অন্ধকার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখভার। দিন রাত ঝমঝমিয়ে হয়েই চলেছে বৃষ্টি। গত কয়েকদিন ধরে এমনই পরিস্থিতি রাজ্য জুড়ে। ভ্যাপসা গরমের দাপট কিছুটা কমেছে। তবে এইমুহুর্তে দিনভর এমনই দুর্যোগ পরিস্থিতির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আলিপুর আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড ও উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাচ্ছে। একইসঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় নিম্নচাপ অঞ্চল এবং তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টির দাপট। গতকাল রাত থেকেই শুরু হয়েছে তুমুল বৃষ্টি। এইমুহুর্তে আবহাওয়া উন্নতি হওয়ার কোনো আপডেট নেই, তবে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে বৃহস্পতি থেকে বৃষ্টির দাপট কমলেও শনি থেকে ফের শুরু হবে বৃষ্টি

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: মাঝরাতেও খোলা কলেজ? মদ্যপান থেকে নোংরামি! মনোজিতের ছায়া এবার গড়িয়াহাটের ITI কলেজে?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে দিনভর বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। তবে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। যদিও বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তরের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group