ঘূর্ণাবর্তের দাপটে আজ দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টি, বাদ যাবে না উত্তরবঙ্গও

Published on:

south bengal weather rain

ইন্ডিয়া হুড ডেস্ক: একের পর এক নিম্নচাপ-ঘূর্ণাবর্তের ঠেলায় বাংলার আকাশে দুর্যোগের মেঘ যেন লেগেই রয়েছে। গত দুই সপ্তাহ আগেই ঘূর্ণাবর্ত জেরে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এবার ফের পুজোর মুখেই সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছিল, তা আরও পশ্চিম দিকে সরেছে। নিম্নচাপ অঞ্চল সংলগ্ন ঘূর্ণাবর্তটি এখন দক্ষিণ ছত্তীসগঢ়ের উপরে রয়েছে। তাই পশ্চিমের কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে প্রবেশ করছে। এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আজকের আবহাওয়া

আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোর রাত থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে। মাঝে কিছুক্ষণ রেহাই দিলেও ঝিরিঝিরি বৃষ্টি থেকে মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে উত্তর থেকে দক্ষিণ। এর মাঝেই বজ্রবিদ্যুৎ এর ঝলকানির পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। চারিদিকে জমা জলে ডুবছে রাস্তাঘাট। অন্যদিকে ভ্যাপসা গরমের দাপট সেই নিরিখে অনেকটাই কমেছে। মাঝে রোদের কড়া দাপটে একেবারে প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল। কিন্তু গত দুইদিন অঝোরে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা বেশ কমেছে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমান থাকবে ৯২ থেকে ১০০ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তাই ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিঙের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটারের বেশি হতে পারে। তাই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টির কারণে উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন এলাকায় ভূমিধস নামতে পারে। জলস্তর বাড়তে পারে নদীগুলির। চাষের জমিতেও প্রভুত ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ৭০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। আবার কোনো কোনো জায়গায় ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি শুরু হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার কথা, তাই ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। তাই সেই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥