সহেলি মিত্র, কলকাতা: উর্দ্ধমুখী তাপমাত্রার মাঝেই বাংলাজুড়ে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মূলত ঘূর্ণাবর্তের জেরে বাংলাজুড়ে আপাতত ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় আজ বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড়বৃষ্টি। আবার শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। অন্যদিকে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি (৭ সেন্টিমিটারের বেশি) হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টি হতে পারে। এই চার জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। দার্জিলিঙে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার উত্তরের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। এদিন মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।