সবই ঠিক চলছিল, তবে আচমকাই যেন তাল কাটল আবহাওয়ার। শীতের বদলে আচমকা বাড়তে শুরু করেছে তাপমাত্রা। যা রীতিমতো ঘামাচ্ছে বাংলার মানুষকে। এখন জানুয়ারি মাস না গ্রীষ্মকাল তা নিয়েও কটাক্ষ করতে শুরু করেছেন মানুষজন। ঠান্ডা কি তাহলে পাত্তারি গুটিয়ে চলে গেল বাংলা থেকে? এই নিয়ে এবার জবাব দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। যদিও ২৬ জানুয়ারি থেকে কিছুটা তাপমাত্রা কমবে। যাইহোক, আজ বৃহস্পতিবার সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ কিছুটা হলেও ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।
বুধবারের মতো আজ বৃহস্পতিবারও বাংলার বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঘন কুয়াশার জন্য। এই জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। এদিনও হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। ওই জেলাগুলিতে ৫০ মিটারে নেমে যাবে দৃশ্যমানতা।
যদিও এদিন আবার কিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর। সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে তুষারপাত বা বৃষ্টিপাত হতে পারে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবারের আবহাওয়া কেমন কী থাকবে জানেন? মৌসম ভবন জানাচ্ছে, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকবে।