শ্বেতা মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান ঘটিয়ে ফের নামল বাংলার তাপমাত্রা। নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের কালো ছায়া সরতেই নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতল হাওয়ার দাপট শুরু হয়েছে। ফলে আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত, আজ বৃহস্পতিবার থেকে আগামী দু’এক দিনের মধ্যে বাংলার তাপমাত্রা আরও বেশ খানিকটা কমবে। তাপমাত্রা নামতে পারে ২ থেকে ৩ ডিগ্রি। হ্যাঁ ঠিকই শুনেছেন। যাইহোক, আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটির ওপর। আজ কি কোথাও বৃষ্টি হবে নাকি খটখটে থাকবে আবহাওয়া জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, কলকাতায় আগামী কয়েক ঘন্টায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং ঠান্ডা বাড়বে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি কাছাকাছি থাকবে। আজ ভোর থেকেই হালকা কুয়াশা ছিল জায়গায় জায়গায়।
এদিন সকাল থেকেই শহর কলকাতা থেকে জেলায় জেলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে শীতের আমেজ ফিরতে চলেছে বলে খবর। আপাতত ফের টানা জেলায় জেলায় পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়েছে। দার্জিলিং, কালিম্পঙ থেকে শুরু করে আলিপুরদুয়ারে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। এছাড়াও কুয়াশার দাপট তো রয়েইছেই।
আগামীকালের আবহাওয়া
এবার জানুন শুক্রবার থেকে বাংলার আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবারও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ পুরোপুরি শুষ্ক দক্ষিণবঙ্গের আবহাওয়া। হাওয়া অফিস বলছে, এবার পারদ পড়বে বিভিন্ন জেলার। পরবর্তী তিনদিনে দক্ষিণবঙ্গের সব জেলার সর্বনিম্ন দিনের ও রাতের তাপমাত্রা তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হবে বলে খবর।