পার্থ সারথি মান্না, কলকাতাঃ মে মাসের শেষেই বঙ্গে যে হারে বৃষ্টি হয়েছে তাতে গ্রীষ্মকাল নাকি বর্ষা বোঝা দায় হয়ে গিয়েছে। প্রথমে কালবৈশাখী তারপর বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয়ের জেরে ঘূর্ণাবর্তের সৃষ্টি। সব মিলিয়ে ঝড়-বৃষ্টির খেলা চলছেই। তবে কাজের সূত্রে বাড়ি থেকে তো বেরোতেই হয়, তাই কোথায় কোথায় বৃষ্টি আগাম জেনে রাখলে কিছুটা সুবিধা হয়। চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকবে আবহাওয়া (Weather Today)?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৩০ কিমি থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্বাবনা থাকছে। বিশেষ করে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বলে বলে জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হওয়ার জেরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তার জেরে দক্ষিণে ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গে তার প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তাই আলাদা করে কোনো জেলার জন্যই সতর্কতা জারি করা হয়নি। তবে আগামীকাল থেকেই ফের মুড সুইং হবে আবহাওয়ার তার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবারও ঝড় বৃষ্টির খেলা চালু থাকবে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, ককাটা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরে কিছুদিন আকাশ পরিষ্কার থাকলেও এবার ফের একবার বৃষ্টির দেখা মিলবে কাল থেকেই। এদিন উত্তর দিনাজপুর ও কোচবিহারের কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |