নিম্নচাপ সরতেই হাঁসফাঁসানি গরম, বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়, আজকের আবহাওয়া

Published on:

Rain Forecast in Several Districts Weather Today

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নিম্নচাপের প্রভাব মিটতেই জামাইষষ্ঠীর দিনে হু হু করে চড়েছে তাপমাত্রা। এমনকি আগামী কয়েকদিন যে গরম আরও অসহনীয় হতে পারে তা নিয়েও সতর্ক করেছে আবহাওয়া দফতর। শুধুই যে উষ্ণতা বাড়বে তা নয়, সাথে আদ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। মাঝে ক্ষণিকের স্বস্তি দিতে পারে দু এক পশলা বৃষ্টি। আজ সোমবার কেমন থাকবে আবহাওয়া (Weather Today)? চলুন দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের জারি করা রিপোর্ট অনুযায়ী, নিম্নচাপ কেটে গিয়েছে। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। তবে কিছু জেলায় আংশিক মেঘলা বা দু এক পশলা বৃষ্টি হলেও হতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। আকাশে ঘনকালো মেঘ না থাকলেও অল্প বিস্তর মেঘ থাকবে যার ফলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণ থেকে নিম্নচাপ সরে গেলেও উত্তরবঙ্গে পুরোপুরি কমেনি প্রভাব। ক্যালেন্ডার অনুযায়ী হিসাবের ১০ দিন আগেই শুরু হয়েছে বর্ষার মরশুম। এর সাথে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার থেকে কোচবিহার জেলাগুলিতে। এছাড়া বাকি উত্তুরে জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের একবার বৃষ্টির পূর্বাভাস মিলেছে দক্ষিণ ও উত্তরের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥