প্রীতি পোদ্দার, কলকাতা: শীত শীত ভাব অনুভূত হলেই এখনই জাঁকিয়ে শীত পড়ছে না রাজ্যে। এদিকে প্রথম পেরিয়ে দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করল ডিসেম্বর। তার উপর আবার নিম্নচাপ। মৌসম ভবনের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এবং এই নিম্নচাপত ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। সব মিলিয়ে এই দুইয়ের দাপটে শীতের দাপট খানিকটা কমবে বলে জানা গিয়েছে।
৩-৪ ডিগ্রি কমবে তাপমাত্রা
দক্ষিণবঙ্গে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও ফের মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী হতে চলেছে। তবে আগামী বুধবার থেকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এদিকে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। নটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের আবহাওয়া শুষ্ক থাকবে। কিন্তু ১৫ বা ১৬ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। যার ফলে দৃশ্যমানতা কমে আসতে পারে প্রায় ৫০ মিটারে। পাশপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিম এবং দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |