একটু পরেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কী হবে কলকাতার?

Published:

Weather done
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ সপ্তমী। উৎসবের আমেজে মেতে উঠেছে সবাই। উত্তর থেকে দক্ষিণ কলকাতা সহ সব জায়গায় পুরোদমে চলছে ঠাকুর দেখা। সকাল থেকেই হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। রোদের মেজাজও বেশ চড়া। তাই স্বাভাবিকভাবেই আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়াও চরমে। তবে কি এবার সত্যি পুজোয় আর বৃষ্টি (Weather Update) হবে না? বড় আপডেট হাওয়া অফিসের।

ফের নিম্নচাপের কাঁটা দক্ষিণবঙ্গে

এইমুহুর্তে নিম্নচাপের ফাঁড়া এখনও কাটেনি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ অষ্টমীর দিনে উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। আর সেটি নবমীর দিনে আরও ঘনীভূত হতে চলেছে। এর ফলে আগামী বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অপেক্ষাকৃত ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। গতকাল ষষ্ঠী কেটেছে নির্বিঘ্নেই। সেই ভাবে ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। তবে আজ, সপ্তমীর দিনে ছাতা ছাড়াই প্যান্ডেল হুপিং করা যাবে কি না, তা জানতে অপেক্ষায় সকলে।

দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ, সপ্তমীর দিনে শহরে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। ৪ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলি হল–পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং ঝাড়গ্রাম। বৃষ্টির পাশাপাশি সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আরামবাগে তৃণমূলে পদত্যাগের হিড়িক!

উত্তরবঙ্গে আজকের আবহাওয়া

সোমবার দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও ৫ জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু এলাকায়। দশমীর পর ভারী বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই।

গুরুত্বপূর্ণ খবর
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join