Indiahood-nabobarsho

গরমের মধ্যেই বিকেলে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি, হবে ঝড়ও, আবহাওয়ার আপডেট

Published on:

tomorrow's weather

সহেলি মিত্র, কলকাতা- যত সময় এগোচ্ছে ততই যেন ডিগবাজি খাচ্ছে আবহাওয়া (Weather)। বৃষ্টির বদলে এবার শুধুই উর্দ্ধমুখী থাকবে বাংলার আবহাওয়া। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ১৩ মে নাগাদ দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। যাইহোক, উর্দ্ধমুখী তাপমাত্রার মাঝেই আজ বৃহস্পতিবার বিকেলে জেলায় জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

 দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফের জারি করা বলেটিন অনুযায়ী, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম জেলায়। ফলে গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া এ সম্পর্কে জানা গিয়েছে এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ব্যাপক বৃষ্টি ধেয়ে আসছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আগামীকালের আবহাওয়া

এবার আসা যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে। শুক্রবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে।

৯ থেকে ১০ মে, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই দিন উত্তরের মালদা জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এরপর ১১ মে উত্তরের মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়ও তাপপ্রবাহের পরিস্থিতির আশঙ্কা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা এবং মেদিনীপুরে অত্যন্ত অস্বস্তিকর গরম আবহাওয়া অব্যাহত থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group