সহেলি মিত্র, কলকাতা: একদিকে যখন রবিবারের ছুটিতে সকলে ভেবেছিলেন পুজোর কেনাকাটি শুরু করবেন তখন সব আনন্দ মাটি করে দিল নাছোড়বান্দা বৃষ্টি। রবিবার সকাল থেকেই আচমকা কলকাতা, হাওড়া সহ জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত চলছে, সেই সঙ্গে সঙ্গী হয়েছে বজ্রবিদ্যুৎ, জায়গায় জায়গায় পড়ছে বাজ। আসলে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব না-পড়লেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। রবিবার বিকেলের দিকে জেলায় জেলায় রয়েছে আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাহলে চলুন না দেরি না করে জেনে নেওয়া যাক কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather) সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার ছুটির দিন সকাল থেকেই আকাশে কালো মেঘ ঘুনি রয়েছে সেই সঙ্গে হচ্ছে দফায় দফায় ভারী বৃষ্টি তো আবার কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে দুর্গা পূজার শপিং চলছে ছাতা মাথায় করেই। আপনি যদি ভেবে থাকেন এখানে বৃষ্টি শেষ হচ্ছে তাহলে ভুল ভাবছেন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে।
উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু তাই নয়, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত
রবিবার দক্ষিণবঙ্গর পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি থেকে শুরু করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজবিদ্যুৎসহ অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। এর পাশাপাশি কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ সপ্তাহের শুরুতেই কেমন থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। উত্তরবঙ্গের কথা বললে এই দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাদবাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ পাক সন্ত্রাসবাদীদের সমর্থনকারী, অনুপ্রবেশকারীদের রক্ষাকর্তা! অসমে কংগ্রেসকে তুলোধোনা মোদির
এদিন আবার দক্ষিণবঙ্গের সমগ্র জেলাতেই অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা,হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া জেলায় এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।