সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টি নামবে ২ জেলায়, দক্ষিণে বাড়বে গরম! আজকের আবহাওয়া

Published on:

weather today

শ্বেতা মিত্র,কলকাতা: সুখের দিন শেষ, এবার গরমে নাজেহাল হওয়ার দিন শুরু। অবশ্য ইতিমধ্যেই কলকাতা শহর সহ বাংলার বহু জেলার পারদ তুঙ্গে উঠেছে। গরমের তীব্রতা এতটাই যে সকাল ১০টার পর বেরোলেও মনে হচ্ছে ঝলসে যাওয়া আবহাওয়া। সেইসঙ্গে জেলায় জেলায় লু-এর মতো পরিস্থিতিও তৈরী হয়েছে। মার্চ মাস শেষ হতে আর কয়েকটা দিন, তারপরেই চলে আসবে এপ্রিল মাস। কিন্তু মার্চের শেষে আরও পারদ চড়বে দক্ষিণবঙ্গের বলে পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের (Weather Today) তরফে। আজ শনিবার ব্যাপক গরম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন ব্যাপক তাপদাহে পুড়বে বেশ কিছু জেলা। শনিবার বিশেষ সতর্কতা জারি করা হয়েছেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলি জেলায়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে রাস্তায় না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, বাংলার পারদ এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি অবধি বাড়বে। আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম আবহাওয়া বিরাজ করবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। একদিকে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থাকবে সেখানে স্বস্তির বৃষ্টি নামবে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবার অর্থাৎ ছুটির দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানা যাচ্ছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় বৃষ্টি হবে। আগামী ৪ দিন সেখানে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিনদিনে বিভিন্ন জেলার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন-চার ডিগ্রি বেশি থাকবে। গরম থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥