শীতের মাঝেই বাংলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, রবিবারের আবহাওয়া

Published on:

winter weather rain

শ্বেতা মিত্র, কলকাতা: বিদায়বেলায় এসে ফের একবার খেলা দেখাচ্ছে শীত। দক্ষিণবঙ্গের পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ এমনকি শহর কলকাতাতেও আচমকাই যেন ঠান্ডার প্রকোপ বেড়ে গিয়েছে। সেইসঙ্গে ঘন কুয়াশা তো আছেই। সব মিলিয়ে ফের ঠান্ডায় জুবুথুবু অবস্থা হয়ে গিয়েছে বঙ্গবাসীর। যদিও এই সুখ আজ রবিবার অবধি। কারণ সোমবার থেকে ফের বাংলার তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস। বাড়তে পারে ৪-৫ ডিগ্রি অবধি পারদ। যাইহোক, আজ ছুটির দিনে আপনারও যদি বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। যদিও বেলার দিকে রোদের তেজ বাড়বে। ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৫ ডিগ্রি করে কমতে পারে। আজ ঠান্ডা থাকবে পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিমবঙ্গ বর্ধমান জেলায়। পারদ থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রির মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে বৃষ্টি হতে পারে দার্জিলিং জেলায়। ফলে সকলকে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়তে দক্ষিণা বাতাসের সৌজন্যে চলেছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কোন পরিবর্তন হবে না। কিছুটা আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।  সপ্তাহ শেষে সমগ্র পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে উত্তরের বাতাসের সৌজন্যে। এদিকে সোমবার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥