ফের মুষলধারে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৬ জেলায়, আজকের আবহাওয়া

Published:

weather today
Follow

সহেলি মিত্র, কলকাতা: দুর্যোগ যাবে যাবে করেও যেন পিছু ছাড়ছে না বাংলার। শুক্রবার দুপুরের পর থেকে কলকাতা শহরসহ বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি নামে সেই সঙ্গে মুহুর্মুহু বাজ পরে বিভিন্ন জায়গায়। এদিকে একটানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে একাধিক জায়গা। সকলের মুখে এখন একটাই প্রশ্ন অক্টোবরের মাঝামাঝি সময় চলে এলেও কবে পিছু ছাড়বে বর্ষা? এই বিষয়ে বড় তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বলা হয়েছে, আগামী ৩-৪ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিস্থিতি রয়েছে। যদি আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ৩৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আলোচনা করে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আপাতত উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

আগামীকালের আবহাওয়া

রবিবারে আবহাওয়ার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ,   মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি নদীয়া এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। ছুটির দিনে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join