দক্ষিণবঙ্গে ফের ঝেঁপে ঝড়, বৃষ্টি! মহালয়ার আগেই বদলে গেল আবহাওয়া

Published on:

brishti weather today

সহেলি মিত্র, কলকাতাঃ ঘুরে গেল আবহাওয়ার খেলা। মহালয়া আসতে আর মাত্র ১০ দিনও বাকি নেই। আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ। চলছে মানুষের দেদার শপিং। তবে দাঁড়ান, আপনার পুজোর আনন্দ কিন্তু ফিকে হতে চলেছে। এর কারণ বৃষ্টি। আজ শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ঝেঁপে ঝড়, বৃষ্টি নামতে চলেছে। আলিপুর আবহাওয়া (weather) অফিস জানিয়েছে, আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে। বেলা যত বাড়বে এমনই আবহাওয়া বিরাজ করবে। হতে পারে বৃষ্টিও। সেইসঙ্গে তুলনামূলকভাবে কমবে গরমের দাপট।

জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ ওড়িশা এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে বিরাজ করছে। সেই একই জায়গায় আবার নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর ফলে বৃষ্টি ধেয়ে আসছে বাংলার দিকে তাক করে। আজ উইকএন্ডে যদি আপনারও শপিং-এ যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে চলুন জেনে নেবেন সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ শনিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। ভ্যাপসা গরমের মধ্যেও হু হু করে বইছে হাওয়া। চিন্তা নেই,এদিন থেকে কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বুলেটিন অনুযায়ী, শনিবার মুর্শিদাবাদ, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের মতে, শনিবার অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া বাকি জেলা যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।

আগামীকালের আবহাওয়া

রবিবার থেকে আরও কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। এদিন বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥