সহেলি মিত্র, কলকাতা: পুজোর মুখে নতুন করে দুর্যোগের কালো মেঘ আষ্টেপৃষ্টে জড়িয়ে ফেলেছে বাংলাকে। উত্তরবঙ্গের পাশাপাশি এখন ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গেও। সেইসঙ্গে মুহুর্মুহু বাজ পড়ছে। আসলে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব না-পড়লেও বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আজ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে জেলায় জেলায়। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সপ্তাহের শুরুতেই কেমন থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের আবহাওয়া (Weather) সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সোমবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সমগ্র জেলাতেই অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা,হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া জেলায় এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, এক টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। থাকবে মনোরম আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের কথা বললে এদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাদবাকি জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবার থেকে দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। এদিনও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের মতে, এদিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদবাকি জেলা যেমন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা,হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অপরদিকে আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। জানা গিয়েছে, সপ্তাহের দ্বিতীয় দিনে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।