বিশ্বকর্মা পুজোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৮ জেলায়, আজকের আবহাওয়া

Published on:

weather today rain

সহেলি মিত্র, কলকাতাঃ আজ বিশ্বকর্মা পুজো। বিশেষ এই দিনটিকে ঘিরে আজ বাঙালির ঘরে ঘরে সাজো সাজো রব। বিশ্বকর্মা পুজোর সঙ্গে শুরু হয়ে গেল দুর্গাপুজোর কাউন্টডাউন। তবে এসবের মধ্যেও একটা জিনিস কিন্তু জোঁকের মতো জাপটে রয়েছে বাংলাকে। আর সেটা হল বর্ষার বৃষ্টি। শরতের আকাশে এখনও রয়েছে কালো মেঘের ঘনঘটা। আজ বুধবার বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর বিস্তৃত হওয়ার কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া (Weather)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর বিস্তৃত হওয়ার কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, নদীয়া, হুগলী, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।

এছাড়া আরও জানা যাচ্ছে, উত্তাল থাকবে সমুদ্র। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর ওড়িশার উপকূলীয় অংশ উত্তাল থাকবে। হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৫৫ কিমি থাকতে পারে। এর ফলে সেই অংশে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? জানা গিয়েছে, এদিন মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, কলকাতা, নদীয়া, হুগলী, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। অপরদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥