সহেলি মিত্র, কলকাতা: রাত পোহালেই রয়েছে কালীপুজো কিন্তু তার আগেই ফের একবার ঘুরে গেল আবহাওয়া (Weather Today)। রবিবার ছুটির দিন সকাল থেকেই কালো মেঘে ঢেকে রয়েছে বাংলার আকাশ। সৌজন্যে নিম্নচাপ অক্ষরেখা। বিভিন্ন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কালীপুজোর প্রাক্কালে তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। আর এর প্রভাবে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় মেঘাচ্ছন্ন আকাশ সহ মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে আগামী ২১শে অক্টোবর আশেপাশে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবসর হয়ে আরো ঘনীভূত হতে পারে বলে খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ রবিবার ছুটির দিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। হাওয়া অফিসে তরফে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হালকা শীতের মাঝেই রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
সোমবার অর্থাৎ সপ্তাহে প্রথম দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া? তাহলে জানিয়ে রাখি, এদিনও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি পেতে পারে কলকাতা, হাওড়া এবং হুগলি জেলা। অপরদিকে দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ির কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।