সাগরে ফের গভীর নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি চলবে উপকূলে, আজকের আবহাওয়া

Published:

weather today rain
Follow

সহেলি মিত্র, কলকাতা: একদিকে যখন দিওয়ালির আনন্দে মাতোয়ারা দেশ তথা সমগ্র বাংলা, ঠিক তখনই নতুন করে ঝেঁপে বৃষ্টিপাতের পূর্বভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। আজ মঙ্গলবার দফায় দফায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইবে। এছাড়াও আগামী কয়েক ঘন্টায় বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলে খবর।

জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর বায়ুমন্ডলের উপবিস্তরের ঘূর্ণাবর্তটি অব্যাহত রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এদিন মূলত উপকূলীয় কিছু জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এদিন দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

বুধবার থেকে আবার ঝলমলে আকাশের দেখা মিলবে সমগ্র জেলায়। তবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, আবার  পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাকি আর কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গেও নেই বৃষ্টির সম্ভাবনা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join