সহেলি মিত্র, কলকাতাঃ বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের দৌলতে ব্যাপক বৃষ্টি ধেয়ে আসছে বাংলার দিকে তাক করে। পূর্বাভাস জারি করে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা।
হাওয়া অফিসের এক বুলেটিনে বলা হয়েছে “আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে, পরবর্তী কয়েক ঘণ্টায় একই অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় সঞ্চালন… এখন উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চল এবং বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতা প্রবেশের কারণে আজ থেকে আগামী ২৮ জুলাই অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”
দক্ষিণবঙ্গের আবহাওয়া
একদিকে যেমন সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ঠিক তেমনই মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে, যেটি কিনা পূর্ব মেদিনীপুরের কাঁথি হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে। যাইহোক, বৃহস্পতিবার সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে একটি বুলেটিন জারি করেছে আলিপুর। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হবে নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার ২৫ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সত্রক্তাজারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া ভারী বৃষ্টি নামবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হুগলী, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়। উত্তরবঙ্গের কথা বললে, এদিন ভারী বৃষ্টি নামবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |